শুক্রবার, ১৭ মে ২০২৪ , ২ জ্যৈষ্ঠ ১৪৩১

Dainik Provat

বিডিইউ ৩১ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন 

গ্রাম-বাংলা

প্রভাত সংবাদদাতা,কালিয়াকৈর

প্রকাশিত: ১৫:০১, ২০ আগস্ট ২০২৩

সর্বশেষ

বিডিইউ ৩১ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন 

ছবি : প্রভাত

 

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিডিইউ একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়ম, অসুবিধা, অনাচার ক্ষমতার অপব্যবহার, অসম্মানের বিরুদ্ধে  সকল ব্যাচের শিক্ষার্থীরা  ৩১ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেন।  রবিবার  সকাল ৭ টা হতে বিডিইউ সকল ব্যাচের শিক্ষার্থীরা তাদের ন্যায্য  ৩১ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির   সভাপতি মির্জা আবু সাঈদের  সভাপতিত্বে ৩১ দফা দাবি উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা, শিক্ষা প্রযুক্তি বিভাগের  তৃতীয় বর্ষের ছাত্র মহতামিম হাওলাদার ,শিক্ষা প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আয়মান আসিফ, বিডিইউ ছাএলীগের সহ - সভাপতি সাদিদ আহমেদ, কর্মী আনারুল ইসলাম। 
দাবিগুলোর মধ্যে ছিল দেশের সমসাময়িক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে সেমিস্টার ফি কমান, স্বচ্ছ  হিসাব প্রদান, অবমূল্যায়ন রোধে পরীক্ষার খাতার পরিচয় গোপন রাখা ,বর্তমান কোর্স রিটেক পদ্ধতি বাতিল করে পূর্বের পদ্ধতি রাখা, রিটেক ফি গ্রহণ বাতিল করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্য কেন্দ্র ও কমনরুমের ব্যবস্থা করা, বাস সার্ভিস পরিবহন ব্যবস্থা চালু করা, শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ ও ল্যাব সুবিধা পুনরায় চালু করা, অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা, শিক্ষক সংকট সমস্যা দূরীকরণ দক্ষ  অভিজ্ঞ অধ্যাপক নিয়োগ করা।

সর্বশেষ

জনপ্রিয়