সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১

Dainik Provat

আন্তর্জাতিক

অনিবার্য  দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে গাজা উপত্যকা

অনিবার্য দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে গাজা উপত্যকা

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় জাতিসংঘের ১২ কর্মীর জড়িত থাকার ইসরায়েলি অভিযোগের পর একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিন শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা- ইউএনারডব্লিউএ`র জন্য তহবিল বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্তের কারণে গাজা উপত্যকা অনিবার্য দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে এবং এটি ২২ লাখ ফিলিস্তিনিকে একত্রে শাস্তি দেওয়া বলে মন্তব্য করেছেন খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার মাইকেল ফাখরি। খবর গার্ডিয়ানের। মাইকেল ফাখরি রবিবার বলেছেন, `দুর্ভিক্ষ আসন্ন ছিল, এখন অনিবার্য হয়ে গেল। এই সিদ্ধান্তের ফলে ২২ লাখ ফিলিস্তিনি একত্রে শাস্তি পাবে।

আন্তর্জাতিক থেকে আরও খবর

সর্বশেষ

জনপ্রিয়