সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১

Dainik Provat

লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট এর আগুনে পুড়েছে দোকান ও বসত ঘর

গ্রাম-বাংলা

প্রভাত সংবাদদাতা,লোহাগাড়া

প্রকাশিত: ১৩:৩৪, ২৯ নভেম্বর ২০২৩

সর্বশেষ

লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট এর আগুনে পুড়েছে দোকান ও বসত ঘর

আগুনে পুড়েছে ঘর ও বসতবাড়ি

 

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ৩টি দোকান ও ১টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি ভাগ্যের দোকান এলাকায় (২৮ নভেম্বর) মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় স্থানীয় আবুল হাসেমের দোকানের পেছনের ভাড়া বাসার শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকান ও গৃহগুলোর মালিক আবুল হাসেম জানান, দোকানের পিছনের বাসার শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এতে বয়ান ফার্মেসি, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও একটি কুলিং কর্ণার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বয়ান ফার্মেসির মালিক নাজিম উদ্দীন জানান, আগুন লাগার পর দোকানের মালামাল বের করতে পারলেও আনুমানিক ৫০ হাজার টাকার ঔষুধ নষ্ট হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ৩টি দোকান ও ১টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস পৌছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রুবেল আলম জানান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়, তবে ফায়ার সার্ভিস পৌছার পূর্বেই স্থানীয়রা সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে।

আ.ম

সর্বশেষ

জনপ্রিয়